হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে বসলেন লিওনেল মেসি। পেলের মতো মেসি ১২টি করে গোল করেছেন।
ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি-বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি। এ নিয়ে এবারের বিশ্বকাপে ৬ গোল হলো তার।
লিওনেল মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। শুধু ২০১০ বিশ্বকাপে কোনো গোল পাননি তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮ সালের আসরগুলোতে গোল পেয়েছিলেন তিনি।
আজ মাঠে নেমে আরও দুটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এখন সবচেয়ে বেশি সয়ম বিশ্বকাপ খেলা ফুটবলার মেসি। এতোদিন এই রেকর্ড ছিল ইতালির সাবেক ফুটবলার পাওলো মালদিনি। তিনি বিশ্বকাপে মোট ২২১৭ মিনিট খেলেছেন। ফাইনালে ২৪ মিনিট খেলে শীর্ষে উঠে আসলেন মেসি।
এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন মেসি। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ২৬তম ম্যাচে মাঠে নামেন তিনি। এর মধ্যদিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন মেসি। এতোদিন জার্মানির বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিলেন মেসি।