ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন।
শুক্রবার সকালে এ উপলক্ষে পরিষদ চত্বরে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্যদেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি প্রমুখ। পরে ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতার হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।