হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ-বিএনপি কারও সাথেই জোট নয়। ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি; এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, বিএনপি ও আওয়ামী লীগের অপরাজনীতিতে দেশের মানুষ আতঙ্কিত। তাদের প্রতি দেশের মানুষ বিরক্ত। তাই তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
জাপা মহাসচিব বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকলেও তাদের চরিত্র এক। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি তাই করে। দেশের বেকার সমাজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে।