হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে মিষ্টি লড়াই জমেছে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে। বিশাল বিশাল পতাকা আর মিছিলে বিশ্বকাপের আগমনী বার্তা দিচ্ছেন দুই দলের সমর্থকরা। প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে কথার লড়াইয়েও।
জামালপুরে ১ হাজার ৬০ ফুটের আর্জেন্টিনার পতাকা নিয়ে র্যালিতে মাতে অলবিসেলেস্তা সমর্থকরা। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে একা ৫টি গুরু জবাই দিয়ে সবাইকে খাওয়ানোর কথাও বলেন এক আকাশী-সাদা সমর্থক।
অন্য এক সমর্থক দাবি করেন, ব্রাজিল আর্জেন্টিনার কাছে কোনো দলই না। অনেকেই আবার দীর্ঘ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
এই লড়াইয়ে থেমে নেই ব্রাজিল সমর্থকরাও। বড় দলের বড় আয়োজন এমন স্লোগানে বগুড়ার ব্রাজিল সমর্থকরা শুভকামনা জানান ভালোবাসার দলকে। আর্জেন্টিনা-ব্রাজিল তর্কেরও উপস্থিতি ছিল এই আয়োজনে।