হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরে বিএনপির চলমান বিভাগীয় সমাবেশ শেষে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু দিয়ে তিনিসহ দলটির শীর্ষ নেতারা ঢাকায় ফেরেন।
এর আগে, গত শুক্রবার বিকেলে পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে ফরিদপুর যান তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শনিবার ফরিদপুরে আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শায়রুল কবির খান জানান, বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা। সমাবেশ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকায় ফিরে আসেন।