ইটনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত।

বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে দিন ব্যাপী মেলার সমাপনী দিনে মেলায় অংশগ্রহন কারী বিভিন্ন দপ্তরের ষ্টলের মধ্যে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করে। এ উপলক্ষে পরিষদের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্যে দেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসুন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, চৌগাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম মিয়া। অন্যদিকে মেলায় ২য় উপজেলা প্রকৌশল বিভাগ, ৩য় উপজেলা কৃষি বিভাগ, ৪র্থ মহিলা বিষয়ক অধিদপ্তর ও ৫ম স্থান অর্জন করেছে উপজেলা আইটি বিভাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর