হাওর বার্তা ডেস্কঃ আগামী বছরের ২৫ জানুয়ারি ‘পাঠান’ দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। কেবল কি শাহরুখ, তারকাবহুল ছবিটিতে আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামও। মুক্তির আগেই ছবিটিতে শাহরুখ, দীপিকার পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। জানা গেছে, বলিউডের এই মন্দার বাজারেও পারিশ্রমিক নিয়ে ছাড় দেননি কেউ।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ পরিচালনা করেছেন ‘ওয়ার’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুতেও মুক্তি পাবে ছবিটি।
‘পাঠান’-এর খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিটির জন্য ২০ কোটি রুপি পেয়েছেন তিনি। ছবিতে ‘শার্টলেস’ লুকে দেখা যাবে জনকে।
ছবিতে অ্যাকশনকন্যারূপে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রোমান্টিক ইমেজ ছেড়ে নিজেকে খোলনলচে বদলে হাজির হবেন তিনি। কয়েক বছর ধরেই ছবিভেদে ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। এ ছবির জন্যও ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। এই প্রথম শাহরুখের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জানা গেছে, ‘পাঠান’-এ অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি।