হাওর বার্তা ডেস্কঃ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব নিয়েছেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এসময় রীতি মেনে নতুন ডিআইজিকে স্বাগত জানানো হয় এবং ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
পরে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রেঞ্জ অফিসের কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ইন্টেলিজেন্স) বিপ্লব কুমার সরকার প্রমুখ।
এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।