মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার পৌর শহরে আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না জালের বিরুদ্ধে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হলে কোন ধরণের নিষিদ্ধ জাল পাওয়া যায়নি। দোকানদারদের নিষিদ্ধ জাল বিক্রি না করার জন্য সর্তক করা হয়। তবে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির করায় একটি খাবার হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শাহরীন। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান জানান, মৎস্য সম্পদ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার ফলে বাজারে নিষিদ্ধ জাল বিক্রয় ও ব্যবহার অনেকটা হ্রাস পেয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যহত থাকবে।