হাওর বার্তা ডেস্কঃ কৃষি মন্ত্রণালয়ের সচিব মো.সায়েদুল ইসলাম বলেছেন, দেশে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমে কৃষকরা লাভবান হবেন। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়াতে আমরা কাজ করছি। আশা করছি সবার সহযোগিতায় গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়িয়ে রপ্তানির দিকে যেতে পারব।
শুক্রবার উপজেলার ছদাহা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষক আবুল হোসেনের করা গ্রীষ্মকালীন রাজা জাতের টমেটোর প্রদর্শনী ক্ষেত পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মো. বেনজীর আলম, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম, উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান, প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান, মনিটরিং অফিসার মো. জুলফিকার রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, কৃষি অফিসার শম্ভুনাথ দেব ও উপ-সহকারী মো. আয়ুব আলী।