পাকিস্তানের জয়ের আনন্দে ছেলেকে গুলি করলেন বাবা!

হাওর বার্তা ডেস্কঃ আফগানদের বিপক্ষে পাকিস্তানের ‘থ্রিলার’ জয়ের গল্প রূপকথার রসদ। ক্রিকেটপ্রেমীদের বিমোহিত করে শেষ ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ‘ব্যাটসম্যান’ নাসিম শাহ পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। অবিশ্বাস্য সেই জয়ে পাকিস্তান পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে, কপাল পুড়েছে আফগানিস্তান ও ভারতের। ‘এক ঢিলে দুই পাখি’ মারা পাকিস্তানের সেই জয় উদযাপন করতে গিয়ে দেশটিতে প্রাণ খুইয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও অনেকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা নিউজ জানিয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় সুদাইস নামের এক ব্যক্তি এবং মাতনি এলাকায় খৈয়াম নামের অপর এক ব্যক্তি গুলিতে প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর অনেকেই শূন্যে গুলি ছুঁড়ে জয় উদযাপন করেন। সে সময়ই গোলাগুলিতে নিহত হয়েছেন ওই দুই ব্যক্তি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, পেশোয়ারে পাকিস্তানের জয়ের আনন্দে উদ্বেল হয়ে নিজের ছেলে এবং তার বন্ধুকে গুলি করেছেন বাবা। এছাড়া শহরের মহসিন খান এলাকার দালজাক রোড, নথিয়া এবং কোতলায় একই রকম গোলাগুলিতে আহত হয়েছেন তিন নারী।

পেশোয়ারের গোলাগুলির ঘটনার পর এখন পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলেও খালিজ টাইমসকে অবহিত করেছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে এশিয়া কাপের এবারের আসরে দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা। একই মাঠে একই সময়ে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর