পাকিস্তান মার্কিন ড্রোন হামলার নিন্দা করেছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোয় আজ ২২ মে (রোববার) শেষ বেলায় এ নিন্দা জানানো হয়। মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাক পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন হামলায় নিহত গাড়ি চালকের পরিচয় পাওয়া গেছে
এবং তার নাম মোহাম্মদ আজম। এ ছাড়া নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় যাচাই করে দেখা হচ্ছে। খবর প্যারিস টুডে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ড্রোন হামলার পর এ বিষয়টি পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে আমেরিকা জানিয়েছিল। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালানোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতেও এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং আমেরিকাকে নিয়ে গঠিত চারপক্ষীয় গোষ্ঠী গত বুধবার শেষ দফা বৈঠকে বসেছিল। এতে কাবুল সরকার এবং তালেবানের মধ্যে আলোচনা কি ভাবে শুরু করা যায় তা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া চারপক্ষীয় গোষ্ঠী সামগ্রিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে, রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের নিষ্পত্তি করাই আফগানিস্তানে স্থায়ী শান্তির একমাত্র পথ।