হাওর বার্তা ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার অভিনীত ‘ধাকড়’। তারপর থেকে একটু হলেও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এড়িয়ে চলছেন ‘কুইন’। তারই মাঝে খারাপ খবর। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কঙ্গনা। ধুম জ্বর অভিনেত্রীর। সেই সাথে কমেছে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ। যা যথেষ্ট চিন্তার।
মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয়, পাগলামি। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা’। নিজের টিমের এই লেখাই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন কঙ্গনা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার লিখেছেন, ‘মণিকর্ণিকা ফিল্মসের টিমকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে উদ্যম কমেনি। এই সুন্দর শব্দগুলোর জন্য কৃতজ্ঞতা’।
এদিকে এরই মধ্যে ‘ইমারজেন্সি’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। কঙ্গনাকে ইন্দিরা অবতারে দেখে অনেকে প্রশংসা করলেও, অনেকে সমালোচনাও করেছেন। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। কিন্তু সাই কবীর নয় এ সিনেমা কঙ্গনা নিজে পরিচালনা করছেন।