৩৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়াদের আগামী ১ জুন মন্ত্রণালয় নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ২৬৯ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১৪২ জন, সহকারী সচিব (পররাষ্ট্র) পদে ২১ জন, আনসারে ২১ জন, সহকারী মহাহিসাব রক্ষক পদে ৩ জন, সহকারী নিবন্ধক পদে ২ জন, সহকারী কর কমিশনার পদে ৩৫ জন, ইকোনমিক সহকারী প্রধান পদে ২১ জন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী পরিচালক/তথ্য অফিসার/ সমমান পদে ৩, সহকারী পোস্টমাস্টার পদে জেনারেল ২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ২১ জন, উপজেলা মৎস্য কর্মকর্তা পদে ৬৯ জন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে ৬ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৯ জন, সহকারী পরিচালক/গবেষণা কর্মকর্তা পদে ৭ জন, সহকারী সার্জন পদে ১৭৯ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ১৪ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ১৬ জন, সহকারী ডেন্টাল সার্জন পদে ৪১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন, পরিসংখ্যান কর্মকর্তা পদে ৫ জন, প্রভাষক (বাংলা) পদে ৭৭ জন, সহকারী প্রকৌশলী (ই/এম) পদে ১৭ জন, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) পদে ৬১ জন, প্রভাষক (প্রাণীবিদ্যা) পদে ২২ জন, প্রভাষক (ইংরেজি) পদে ৯৭ জন, প্রভাষক (অর্থনীতি) পদে ৬২ জন, প্রভাষক (দর্শন) পদে ২৮ জন, প্রভাষক (ইতিহাস) ১৯ জন, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) পদে ৪৮ জন, প্রভাষক (সমাজবিজ্ঞান) পদে ২২ জন, প্রভাষক (সমাজকল্যাণ) পদে ১৬ জন, প্রভাষক (রসায়ণ) পদে ৩০ জন, প্রভাষক (পদার্থবিদ্যা) পদে ৪০ জন, প্রভাষক (ভূগোল) পদে ৭ জন, প্রভাষক (উদ্ভিদ বিদ্যা) পদে ২৮ জন, প্রভাষক (মনোবিজ্ঞান) পদে ২ জন, প্রভাষক (হিসাব বিজ্ঞান) পদে ৬৪ জন, প্রভাষক (কৃষি বিজ্ঞান) পদে ২ জন, প্রভাষক (ব্যবস্থাপনা) পদে ৬০ জন, প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি) পদে ৪ জন, প্রভাষক (মার্কেটিং) পদে ৮ জন, প্রভাষক (মৃত্তিকা বিজ্ঞান) পদে ৯ জন, প্রভাষক (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) পদে ২ জন, প্রভাষক (ইংরেজি) ২ জন, প্রভাষক (পালি) পদে ১ জন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান (সাধারণ শিক্ষা) পদে ২ জন, প্রভাষক (পরিসংখ্যান) পদে ৫ জন, প্রভাষক (প্রফেশনাল ইথিক্স) পদে ১ জন, প্রভাষক (গ্রন্থাগার বিজ্ঞান) পদে ১ জন এবং প্রভাষক শিক্ষা (সাধারণ শিক্ষা) পদে ২ জন।
২০১৩ সালের ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। এরপর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।