ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিরপেক্ষ সাংবাদিকতার সুযোগ নেই : ইকবাল সোবাহন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০১৬
  • ৫৭০ বার

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নিরপেক্ষ সাংবাদিকতার সুযোগ নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের নামে অপরাজীতির কর্মসূচি পালনে সাংবাদিকতার পেশায় নিরপেক্ষ থাকা সম্ভব নয়।
তিনি আজ শুক্রবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে চন্দ্রাবতী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের বিপক্ষে অবস্থান করতে হবে।
সংবর্ধনার জবাবে বাসস চেয়ারম্যান রাহাত খান বলেন, নিজ জন্মভূমি কিশোরগঞ্জ হচ্ছে প্রাণের শহর। জীবনের যা কিছু প্রাপ্তি সবই কিশোরগঞ্জকে ঘিরে।
তিনি বলেন, যতদিন বেঁচে থাকব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকব।
সংগঠনের উপদেষ্টা ও তথ্য প্রযুক্তিবিদ মুক্তিযোদ্ধা শেখ কবির আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জয়ন্ত আচার্য, প্রফেসর আরজ আলী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাব্রে সভাপতি কাজী শাহীন খান, সাবেক সভাপতি এ কে নাছিম খান,সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতার সুযোগ নেই : ইকবাল সোবাহন চৌধুরী

আপডেট টাইম : ০৮:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নিরপেক্ষ সাংবাদিকতার সুযোগ নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের নামে অপরাজীতির কর্মসূচি পালনে সাংবাদিকতার পেশায় নিরপেক্ষ থাকা সম্ভব নয়।
তিনি আজ শুক্রবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে চন্দ্রাবতী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের বিপক্ষে অবস্থান করতে হবে।
সংবর্ধনার জবাবে বাসস চেয়ারম্যান রাহাত খান বলেন, নিজ জন্মভূমি কিশোরগঞ্জ হচ্ছে প্রাণের শহর। জীবনের যা কিছু প্রাপ্তি সবই কিশোরগঞ্জকে ঘিরে।
তিনি বলেন, যতদিন বেঁচে থাকব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকব।
সংগঠনের উপদেষ্টা ও তথ্য প্রযুক্তিবিদ মুক্তিযোদ্ধা শেখ কবির আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জয়ন্ত আচার্য, প্রফেসর আরজ আলী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাব্রে সভাপতি কাজী শাহীন খান, সাবেক সভাপতি এ কে নাছিম খান,সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।