ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টগ্রামে ১৭৭ কোটি টাকায় সেতু নির্মাণ করবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বুধবার (২২ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, অষ্টগ্রামে মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সেতু নির্মাণ করা হবে।’

অতিরিক্ত সচিব জানান, সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) `উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেনের ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল, বাংলাদেশের অ্যাকোয়া কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ও কেএস কনসালট্যান্টস লিমিটেড। এ প্রতিষ্ঠানগুলোর ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

‘বৈঠকে একই প্রকল্পের আওতায় দ্বিতীয় প্রস্তাবে ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল ও বাংলাদেশের কেএস কনসালট্যান্টস লিমিটেডের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ১৯৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া তৃতীয় প্রস্তাবে প্রতিষ্ঠান দুটিকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৩৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি হলো- কক্সবাজার জেলা ছাড়া সারাদেশে বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় তিন প্রকার ফার্স্টলাইন অ্যান্টি-টিবি ড্রাগস (এফএলডি) এসিআই হেলথকেয়ার লিমিটেডের কাছ থেকে ক্রয়।

এসিআই হেলথকেয়ার লিমিটেড এফএলডি উৎপানকারী একমাত্র দেশীয় প্রতিষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অষ্টগ্রামে ১৭৭ কোটি টাকায় সেতু নির্মাণ করবে সরকার

আপডেট টাইম : ১২:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বুধবার (২২ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, অষ্টগ্রামে মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সেতু নির্মাণ করা হবে।’

অতিরিক্ত সচিব জানান, সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) `উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেনের ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল, বাংলাদেশের অ্যাকোয়া কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ও কেএস কনসালট্যান্টস লিমিটেড। এ প্রতিষ্ঠানগুলোর ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

‘বৈঠকে একই প্রকল্পের আওতায় দ্বিতীয় প্রস্তাবে ইপটিসা সার্ভিসেস ডি ইঞ্জিনিয়ার এস এল ও বাংলাদেশের কেএস কনসালট্যান্টস লিমিটেডের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ১৯৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া তৃতীয় প্রস্তাবে প্রতিষ্ঠান দুটিকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৩৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি হলো- কক্সবাজার জেলা ছাড়া সারাদেশে বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় তিন প্রকার ফার্স্টলাইন অ্যান্টি-টিবি ড্রাগস (এফএলডি) এসিআই হেলথকেয়ার লিমিটেডের কাছ থেকে ক্রয়।

এসিআই হেলথকেয়ার লিমিটেড এফএলডি উৎপানকারী একমাত্র দেশীয় প্রতিষ্ঠান।