হাওর বার্তা ডেস্কঃ সংবাদমাধ্যম ও পাবলিক প্লেসে (জনাকীর্ণ জায়গা) রাশিয়ার কিছু গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। এরই মধ্যে দেশটির পার্লামেন্ট গান নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে।
রুশ সেনা অভিযান ও সংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সব রাশিয়ান গান এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।
এ ছাড়া রাশিয়া ও বেলারুশ থেকে বই আমদানি করা একই সিদ্ধান্তের আওতায় নিষিদ্ধ করা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ায় ইউক্রেনে বিশেষ সেনা অভিযানকে শুরু থেকেই নানাভাবে সমর্থন দিয়ে আসছে বেলারুশ। কিয়েভের অভিযোগ বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেও রাশিয়া ইউক্রেনে হামলাও চালিয়েছে।