ভারত দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দারুণ এক নজির গড়েছেন হার্দিক পান্ডিয়া।

তার নেতৃত্বে প্রথমবারের মতো আসরে নাম লিখিয়েই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স।

আর এমন দুর্দান্ত অধিনায়কত্বের স্বীকৃতিটা এবার এ অলরাউন্ডারকে দিতে কার্পণ্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পান্ডিয়া। তার ডেপুটি হয়েছেন ভুবনেশ্বর কুমার।

এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে ভারত। এর মধ্যেই বুধবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।

যেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুরন্ত ছন্দে থাকা পেসার ভুবনেশ্বর কুমারকে করা হয়েছে সহঅধিনায়ক।

হার্দিক, ভূবনেশ্বর ছাড়াও আয়ারল্যান্ড সফরের দলে রয়েছেন— ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, হারশাল প্যাটেল, আভেশ খান, উমরান মালিক ও আর্শদিপ সিংহ।

দলে নতুন মুখ রাহুল ত্রিপাঠি। সদ্যসমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫৮.২৩ স্ট্রাইক রেটে ৪১৩ রান করেন রাহুল।

দলের কোচ হিসেবে যাবেন ভারতের টেস্ট ফরম্যাটের কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ।

আয়ারল্যান্ডের পরই রয়েছে ইংল্যান্ড সফর। তাই ভিন্ন একটি দল বানানোর পরিকল্পনায় রয়েছে বিসিসিআই। যেখানে থাকবেন— বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ ও লোকেশ রাহুলের মতো তারকারা। তাদের নিয়ে কোচ রাহুল দ্রাবিড় চলে যাবেন ইংল্যান্ডে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর