হাওর বার্তা ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় কৃষকের গোয়ালঘর ঢুকে পড়া একটি মেছোবাঘ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৭ জুন) বিকেলে হরিণঘাটার বনে অবমুক্ত করা হয় বাঘটি।
স্থানীয়রা জানান, সোমবার (৬ জুন) রাত ১১টার দিকে পূর্ব কালমেঘা গ্রামের চান মিয়ার গোয়ালঘরে ঢুকে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘটি। এ সময় ধাওয়া খেয়ে পাশের একটি জালে আটকা পড়ে বাঘটি। খবর পেয়ে সকালে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষক বাঘবন্ধু দলের সদস্যদের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘটি উদ্ধার করেন।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, উদ্ধারের পর মেছোবাঘটিকে প্রণী অধিদপ্তরে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে স্থানীয় বনে মুক্ত করা হয়।