ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন সংক্রামক মাঙ্কিপক্স। বিশ্বের প্রায় ৩০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্তের মধ্যে অধিকাংশেই ইউরোপের বাসিন্দা।

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে যেসব দেশে বেশি আক্রান্ত হচ্ছে, তাদের এখনই কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে। ডব্লিউএইচও’র অতিমারি বিশারদ মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, কয়েকটি পথ, মাঙ্কিপক্স থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে ডব্লিউএইচও’র পরামর্শ

প্রথমত, কারও মাঙ্কিপক্স হয়েছে বলে সন্দেহ হলেই, তাকে পাঠাতে হবে নিভৃতবাস বা আইসোলেশনে। অন্যদের সঙ্গে কোনও ভাবেই থাকতে দেওয়া যাবে না।

যদি একদল মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে বলে সন্দেহ হয়, তবে সকলকেই আলাদা রাখতে হবে। করোনার মতো এক জনের থেকে আর এক জনে ছড়াতে দেওয়া যাবে না।

করোনার সময়ে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়ে পড়েছিলেন। মূলত সতর্কতার অভাবে। এ বার প্রথম থেকে হাসপাতালের কর্মীদের সাবধান করতে হবে। তাদের সুরক্ষার জন্য যেসব জিনিসপত্র জরুরি, তা আগে থেকেই সংগ্রহ করতে হবে।

বাংলাদেশে এখনও মাঙ্কিপক্সের কোনও রোগী ধরা পড়েনি। তবে এই সময় থেকেই দেশে সতর্ক নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাঙ্কিপক্স প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

আপডেট টাইম : ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন সংক্রামক মাঙ্কিপক্স। বিশ্বের প্রায় ৩০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্তের মধ্যে অধিকাংশেই ইউরোপের বাসিন্দা।

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে যেসব দেশে বেশি আক্রান্ত হচ্ছে, তাদের এখনই কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে। ডব্লিউএইচও’র অতিমারি বিশারদ মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, কয়েকটি পথ, মাঙ্কিপক্স থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে ডব্লিউএইচও’র পরামর্শ

প্রথমত, কারও মাঙ্কিপক্স হয়েছে বলে সন্দেহ হলেই, তাকে পাঠাতে হবে নিভৃতবাস বা আইসোলেশনে। অন্যদের সঙ্গে কোনও ভাবেই থাকতে দেওয়া যাবে না।

যদি একদল মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে বলে সন্দেহ হয়, তবে সকলকেই আলাদা রাখতে হবে। করোনার মতো এক জনের থেকে আর এক জনে ছড়াতে দেওয়া যাবে না।

করোনার সময়ে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়ে পড়েছিলেন। মূলত সতর্কতার অভাবে। এ বার প্রথম থেকে হাসপাতালের কর্মীদের সাবধান করতে হবে। তাদের সুরক্ষার জন্য যেসব জিনিসপত্র জরুরি, তা আগে থেকেই সংগ্রহ করতে হবে।

বাংলাদেশে এখনও মাঙ্কিপক্সের কোনও রোগী ধরা পড়েনি। তবে এই সময় থেকেই দেশে সতর্ক নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।