ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও ব্রজেন দাসের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ১৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১ জুন ২০২২, বুধবার। ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৮৭৪- ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।
১৯৮০- সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।
২০০১- নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।
২০০৯- এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সবাই নিহত হন।

জন্ম
১৮৪২- বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন ঠাকুর পরিবারের জোড়াসাঁকো শাখার দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। ব্রিটিশ ভারতের নারীমুক্তি আন্দোলনে সত্যেন্দ্রনাথ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। শিশুদের বিকাশের দিকেও জ্ঞানদানন্দিনী বিশেষ নজর রাখতেন। তিনি পরিবারে ছেলেমেয়েদের জন্মদিন পালনের প্রথা চালু করেন। ১৮৮৫ সালে তিনি বালক নামে একটি শিশুপাঠ্য পত্রিকা চালু করেন। এটিই সম্ভবত বাংলা ভাষায় প্রথম শিশুপাঠ্য পত্রিকা।

১৯২৬- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন মেরিলিন মনরো।
১৯৩০- বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত মোহাম্মদ আবদুল মমিন।
১৯৩৫- বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম।
১৯৮৩- বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন।

মৃত্যু
১৯৪৩- ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড।
১৯৬৮- মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী হেলেন কেলার।
১৯৬৯- দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া।

 ১৯৯৮- বাঙালি সাঁতারু ব্রজেন দাস। মুন্সীগঞ্জ জেলার ঐতিহাসিক বিক্রমপুর এলাকার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া গ্রামে জন্ম তার। সাঁতারে হাতে খড়ি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। সেবার ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট ২৩ টি দেশ অংশ নেয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ব্রজেন দাস। ১৮ আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে পরদিন বিকেলবেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌঁছান তিনি।

দিবস
আন্তর্জাতিক শিশু দিবস
বিশ্ব দুগ্ধ দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকের এই দিনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও ব্রজেন দাসের প্রয়াণ

আপডেট টাইম : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১ জুন ২০২২, বুধবার। ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৮৭৪- ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।
১৯৮০- সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।
২০০১- নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।
২০০৯- এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সবাই নিহত হন।

জন্ম
১৮৪২- বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন ঠাকুর পরিবারের জোড়াসাঁকো শাখার দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। ব্রিটিশ ভারতের নারীমুক্তি আন্দোলনে সত্যেন্দ্রনাথ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। শিশুদের বিকাশের দিকেও জ্ঞানদানন্দিনী বিশেষ নজর রাখতেন। তিনি পরিবারে ছেলেমেয়েদের জন্মদিন পালনের প্রথা চালু করেন। ১৮৮৫ সালে তিনি বালক নামে একটি শিশুপাঠ্য পত্রিকা চালু করেন। এটিই সম্ভবত বাংলা ভাষায় প্রথম শিশুপাঠ্য পত্রিকা।

১৯২৬- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন মেরিলিন মনরো।
১৯৩০- বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত মোহাম্মদ আবদুল মমিন।
১৯৩৫- বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম।
১৯৮৩- বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন।

মৃত্যু
১৯৪৩- ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড।
১৯৬৮- মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী হেলেন কেলার।
১৯৬৯- দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া।

 ১৯৯৮- বাঙালি সাঁতারু ব্রজেন দাস। মুন্সীগঞ্জ জেলার ঐতিহাসিক বিক্রমপুর এলাকার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া গ্রামে জন্ম তার। সাঁতারে হাতে খড়ি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। সেবার ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট ২৩ টি দেশ অংশ নেয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ব্রজেন দাস। ১৮ আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে পরদিন বিকেলবেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌঁছান তিনি।

দিবস
আন্তর্জাতিক শিশু দিবস
বিশ্ব দুগ্ধ দিবস।