মুস্তাফিজ এখন অনেক তরুণীর স্বপ্নের নায়ক। তাই এই স্বপ্নের নায়কের ফোন নম্বর পাবার আশায় প্রতি দিন বাড়িতে আসছে উড়ো চিঠি। প্রতিদিনে এতো এতো চিঠি আসায় ভীত মুস্তাফিজের বাবা!
মুস্তাফিজের বাবা আবুল কাশেম বলেন, আমাদের মুস্তাফিজ এখনো অনেক ছোট। এখন তার খেলায় মনোযোগ দেয়ার সময়। এ সময় যদি এই উৎপাতের কারণে খেলায় মনোযোগ হারায় তবে তার সামনের উজ্জল ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই তরুণীদের উৎপাতে ভীত আমি। মুস্তাফিজের নামে আসা চিঠি, পোস্টকার্ডগুলো যেন কোনোভাবেই বাড়িতে পৌঁছানো না হয় পোস্ট অফিসে গিয়ে বলতে বাধ্য হয়েছিে আমি।
মুস্তাফিজের বাবা আরো বলেন, তার বাড়ি এখন মানুষের জন্য দর্শনীয় জায়গা হয়ে গেছে প্রতিদিন অনেক অপরিচিত মানুষ তাদের বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা জানান। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী নাকি তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। কিন্তু তিনি সেটা দেন না। প্রতিদিন তাদের ঠিকানায় অনেক চিঠি যায়।
কিছুদিন আগেই বাবাকে একটি দামি গাড়ি কিনে দিয়েছেন মুস্তাফিজ। সেই গাড়িতে চড়ে বেশ আনন্দিত আবুল কাশেম। ছেলের প্রশংসায় তিনি বলেন, মুস্তাফিজ বেশ তরুণ ও ভালো মানুষ।
সংবাদ শিরোনাম
তরুণীদের উৎপাতে ভীত মুস্তাফিজের বাবা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬
- ২৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ