থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির নতুন দূতকে তার দেশে বাংলাদেশের ওষুধ, সিরামিক, পাটপণ্য এবং তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকেলে নতুন থাই দূত পেনপুয়ন সুয়াননাপন বঙ্গভবনে পরিচয় পত্র দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নতুন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জনিয়ে রাষ্ট্রপতি দুইদেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতের দায়িত্বপালনকালে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।
নতুন থাই দূত এসময় রাষ্ট্রপতিকে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। তিনি বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করবেন বলেও উল্লেখ করেন। এ সময় নতুন থাই দূত তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন বলে জানান প্রেস সচিব।