হাওর বার্তা ডেস্কঃ ২০১০ সালের ঘটনা। ওই বছর চট্টগ্রামের নাছিরাবাদ টিএনটি কলোনি থেকে জেদ্দা হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন তিনি।
১২ বছর পর সেই মামলার রায় এলো। যাতে ‘ছিনতাইকারী’ নুরুল আলম তারাকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানা যায়, জেদ্দা হাওলাদার নিহতের ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন নিহতের ভগ্নীপতি প্রশান্ত সরকার।
মামলা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মূলত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন জেদ্দা হাওলাদার। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে ছিনতাইকারী দলের চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।