ইমারত নির্মাণ শ্রমিকদের দাবিগুলো বাজেট আলোচনায় তোলার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রবিবার মতিঝিলের বলাকা চত্বরে ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবসের পথসভায় একথা বলেন তিনি।
নির্মাণ শ্রমিকদের সভ্যতা নির্মাণের কারিগর আখ্যায়িত করে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, সুউচ্চ অট্টালিকা বানাতে যারা ভূমিকা রাখেন, তাদের বাসস্থান থাকবে না তা মেনে নেয়া যায় না।
নির্মাণ শ্রমিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, দুর্ঘটনার শিকার হন। আইনে তাদের জন্য ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। কিন্তু অনেক সময় মালিকদের আইন মানতে বাধ্য করতে পারছি না।
পথসভায় সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, খেটে খাওয়া মানুষের ন্যূনতম চাহিদা পূরণ হচ্ছে না। তাদের চাহিদা পূরণে সবাইকে সোচ্চার হতে হবে।
সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মো আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।