,

image-547311-1651482043

ওমরাহ পালনকালে কাবার গিলাফ তৈরিতে অংশ নিলেন বাবর আজম

হাওর বার্তা ডেস্কঃ ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সফরকালে পবিত্র কাবাগৃহের গিলাফ (কিসওয়াহ) তৈরিতে অংশ নেন বিশ্বনন্দিত এ ক্রিকেটার।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

বাবার আজমও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ সংক্রান্ত একাধিক ছবি শেয়ার করে ভক্তদের বিষয়টি জানিয়েছেন। ছবিতে তাকে কাবার কিসওয়াহ তৈরি করতে দেখা যায়।

অপরদিকে মসজিদুল হারামে দাঁড়ানো একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। সেখানে তাকে ইহারাম পরিহিত ও মাথার চুল ফেলানো অবস্থায় দেখা যায়।

ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘আল্লাহর প্রথম ঘরের চত্বরে হাজির হওয়ার তাওফিক হলো। আমার সৌভাগ্য দেখো- আমি হারামের মেহমান।’

ওমরাহ পালন এবং একইসঙ্গে পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির মতো বিরাট সৌভাগ্য অর্জন করায় ভক্তরা বাবর আজমের জন্য শুভ কামনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর