মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ শহীদ মিনার পরিবহণের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, চলতি অর্থ বছরে সংসদের বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। যা জুলাই থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, বাজেটে ১০ হাজার গরিব ও অসহায় মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরিরও অনুদান দেওয়া হবে। আর যোদ্ধাহত ২ হাজার ৮০০ মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।