রফিকুল ইসলামঃ গ্রাম পুলিশ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যতম ভূমিকা পালন করছে। তারা হয়ে উঠেছে পুলিশ বাহিনীর সহযোগী।
কিশোরগঞ্জের মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রব্বানী প্রত্যেক মঙ্গলবার সাপ্তাহিক হাজিরা দিন উপজেলার সাতটি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তৃতায় এ কথা বলেছেন।
তিনি গ্রাম পুলিশদের সাধুবাদ জানিয়ে বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশই প্রথম এগিয়ে আসেন।
গ্রাম পুলিশের কাজের পরিধি বর্ণনা করতে গিয়ে ওসি জাকির রব্বানী বলেন, গ্রাম পাহারা, টহলদারি, অপরাধের সকল বিষয় অনুসন্ধান, অপরাধ দমন, অপরাধী ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা দেওয়া তাদের অন্যতম কাজ। গ্রাম পুলিশ সরাসরি থানার কর্মকর্তার কাছে জবাবদিহি করে থাকেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এছাড়া গ্রাম পুলিশের চেয়ারম্যানের দায়িত্ব পালনে সহযোগিতা করা, ইউনিয়নের খারাপ ও সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করা, গ্রামে লুকিয়ে থাকা কোনো ব্যক্তি যার প্রকাশ্য রোজগার নেই তাদের খোঁজখবর করাসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা সম্পর্কে থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করা গ্রাম পুলিশের অন্যতম কাজ।
এককথায় গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন বলে ওসি জাকির রব্বানী ভূয়সী প্রশংসা করেন তাদের।