চার সিনিয়রের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় অর্জন : তামিম

হাওর বার্তা ডেস্কঃ উপমহাদেশের দলগুলো দক্ষিণ আফ্রিকা সফরে খাবি খায়। সেখানে বাংলাদেশ দল কিনা জিতেছে সিরিজ! অবিশ্বাস্য এই অর্জনে আকাশে ওড়ার দশা দেশের ক্রিকেটের।

সিরিজ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়ানডে দলপতি তামিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা খুবই কঠিন। ওদের গত সিরিজ দেখুন, পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে। আমাদের একটা বিশ্বাস অবশ্যই ছিল যে আমরা জিততে পারি। কিন্তু সিরিজ জিততে আমাদের অত্যন্ত ভালো খেলতে হত।’

তামিম বলেন, ‘প্রথমবারের মত সিরিজ জেতা তাও দক্ষিণ আফ্রিকায়, আমাদের সবকিছু ঠিকঠাক করতে হত, আমাদের সম্ভাব্য সেরা ক্রিকেটটাই খেলতে হত। প্রথম ম্যাচ জেতার পর বিশ্বাস আসা শুরু হল যে আমাদের সিরিজ জয়ের সুযোগ আছে। আজ দারুণ টিম পারফরম্যান্স ছিল। এর চেয়ে খুশি আর হতেই পারি না।’

তামিম তাদের ক্যারিয়ারের সব অর্জনের মধ্যে এই সিরিজ জয়কেই রাখছেন সবার ওপরে। তিনি জানান, এটা অনেক বড় অর্জন। খুব সম্ভবত আমার ক্যারিয়ারের, আমাদের ক্যারিয়ারের… আমরা যে চারজন সিনিয়র আছি, ১৫ বছর ধরে খেলছি, এটা আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখবো। এটি অনেক বড় জয়।’

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সব খেলা ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর