কিশোরগঞ্জ জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা শুরু হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড.কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.এম এ আফজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাউসার।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক,কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি,কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ -৫ আসনের এমপি আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান,জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আহমাদ উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। কিশোরগঞ্জের মাটি আওয়ামী লীগের উর্বর মাটি। এ মাটিতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ,অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান,আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মির্জা আজম বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই জেলা আ.লীগের সম্মেলন করে নতুন কমিটি দেয়া হবে।