হাওর বার্তা ডেস্কঃ আমার কাছে এমন কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে যে, সাকিবকে দু-একটা ম্যাচে বিশ্রাম দিতে হবে।
জানি, সে খেলতে এসেছে। সব ম্যাচের জন্য প্রস্তুত। তার সঙ্গে আমার ক্রিকেট নিয়ে আলাপ হয়েছে। সাকিব কালকের (আজ) ম্যাচটি খেলার অপেক্ষায় আছে, ভালো করতে চায়। আমি যতটা চাই ভালো করতে, তেমনি দলের সবাই চায় ভালো করতে। এছাড়া অন্য কোনো বার্তা আমার কাছে নেই।
এখানে ওয়ানডে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। তাই বেশ চ্যালেঞ্জিং হবে। এখানে রান হয়, কারণ মাঠ একটু ছোট। আউটফিল্ড ফাস্ট। পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হয়, এটা রানের মাঠ। আমাকে এটাও স্বীকার করতে হবে যে, যতই পরিসংখ্যান দেখি না কেন, আমাদের ভালো খেলতে হবে। জানি, ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আমরা ওদের সঙ্গে ভালো খেলেছি বিশ্বকাপে। এখানে ভালো করতে না পারার কোনো কারণ নেই।
আমরা জানি দক্ষিণ আফ্রিকা সবসময় আমাদের জন্য কঠিন সফর। আমরা চাই এই ব্যাপারটা পরিবর্তন করতে। আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে, সাহসী হতে হবে।
এই সিরিজকে আমি কঠিন বলব না, তবে চ্যালেঞ্জিং, আগেও বলেছি। চ্যালেঞ্জের জন্য আমাদের তৈরি থাকতে হবে।
আমাদের সঙ্গে অ্যালান ডোনাল্ড (পেস বোলিং কোচ) নতুন যোগ দিয়েছেন। অ্যালবি মরকেল আছেন গত দুদিন ধরে। চেষ্টা করছি তাদের কাছ থেকে যতটুকু সম্ভব নেওয়ার। বিপক্ষের ক্রিকেটারদের ব্যাপারেও জানার চেষ্টা করছি। আমি সবসময় বলি, মাঠের বিষয়টাই দিন শেষে গুরুত্বপূর্ণ। আপনি খেলার আগে অনেক তথ্য পেতে পারেন, কিন্তু মাঠে কীভাবে চাপটা নিচ্ছেন কিংবা মানিয়ে নিচ্ছেন, কীভাবে পরিকল্পনা সফল করছেন, সেটা গুরুত্বপূর্ণ।
হেড টু হেড
ম্যাচ ২১
বাংলাদেশ জয়ী ৪
দ. আফ্রিকা
জয়ী ১৭