বিএনপি ধর্মহীনতায় বিশ্বাস করে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সরকার দলীয় লোকজন বলার চেষ্টা করছে, আমরা ইসলামী দল। কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ইসলামী দল নই। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, আবার ধর্মহীনতায়ও বিশ্বাস করে না। বিএনপি মনে করে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. মঈন খান আরও বলেন, যারা ধর্মনিরপেক্ষতার নামে ফায়দা লুটে, তারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের চেয়েও খারাপ।

প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অভিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যার যার ধর্ম যদি স্বাধীনভাবে পালনের অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে এ দেশে কোনো ভেদাভেদ থাকবে না।

ড. মঈন খান সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জিয়ার আদর্শ তথা জাতীয়তাবাদী শক্তির পুনরুত্থান ঘটলে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। সব ধর্মের মানুষ নিজের ধর্ম পালনে স্বাধীনতা পাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর