দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান মোদি

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। নয়াদিল্লিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠককালে নরেন্দ্র মোদি গত বছর তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

তারেক আহমেদ সিদ্দিকী বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এছাড়া কোভিড-১৯ মহামারিসহ সংকটের সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী মোদি সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। মোদি ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর