হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।কারাগারে যাওয়া দুই মাদক কারবারি হলেন-মো. কবির হোসেন (১৯) ও মো. আছোর আলী (২৩)।
আজ শনিবার (৫ মার্চ) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।