যোগাযোগ ও নিরাপত্তায় জোর দেবেন মোদী

দুইদিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশের আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরে মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে দুই দেশের মধ্যে রেল, সড়ক ও পানি পথে যোগাযোগের উন্নয়ন ঘটনো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সহায়তা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ঢাকায় আসবেন তিনি।
মোদীর এই সফর দুই দেশের মধ্যকার ৪১ বছরের বিবাদমান ইস্যুগুলোর সমস্যার সমাধান ঘটিয়ে নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পার্লামেন্টে স্থল-সীমান্ত চুক্তি বিল পাস হওয়া সেই পথ অনেকটাই সুগম হয়েছে।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।
খবর ফাস্ট নিউজের।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর