জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের দেশের ৪৫তম বাজেট ঘোষণা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন।
ইতোমধ্যে বাজেট ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি হবে বর্তমান সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বাজেট ঘোষণা। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের সপ্তম বাজেট এটি। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।
বাজটের বিষয়ে মতামত নিতে ওয়েবসাইট (www.mof.gov.bd) সকল তথ্য দেয়া থাকবে। দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে সোমবার বিকেল সাড়ে ৫টায়। এ অধিবেশনেই ২০১৫-১৬ অর্থ বছরেরর বাজেট পেশ, সংযোজন-বিয়োজন ও পাস করা হবে।
অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।