ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের কাছে মুস্তাফিজের হার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ৪২৪ বার

আইপিএলে প্রথম বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান মুখোমুখি হয়েছিলেন।

এই ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বল হাতে দুজনেই সফল ছিলেন। সাকিব উইকেট না পেলেও ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম হয়েছিলেন। ৩ ওভারে তিনি ১৮ রান দেন।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও দারুণ সফলতা দেখান সানরাইজার্সের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রানে নেন আন্দ্রে রাসেলের উইকেট।

এরপরও প্রথম ম্যাচের মতো সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আজও মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করতে পারেননি।

নিজের প্রথম ওভারে মুস্তাফিজ মাত্র ৩ রান দিলেও দ্বিতীয় স্পেলে তার হাতে বল তুলে দেয়া হয় ১২তম ওভারে। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ১২ ওভারেই বিনা উইকেটে কলকাতা তুলে নেয় ৯০ রান।

ওই ওভারেও বেশ আঁটোসাটো বল করেন মুস্তাফিজ। ১৩তম ওভারে উথাপ্পাকে ফেরান আশিষ রেড্ডি। উথাপ্পা আউট হলে আন্দ্রে রাসেলকে প্রমোশন দিয়ে আগেই মাঠে পাঠানো হয়।

তবে ১৪তম ওভারের চতুর্থ বলে রাসেলকে পরিষ্কার বোল্ড আউট করেন মুস্তাফিজ। মুস্তাফিজের দেয়া ইয়র্কার আটকাতে গিয়ে ভূপাতিত হন ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল।

শেষ পর্যন্ত মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ইংলিশ ব্যাটসম্যান মর্গান। কলকাতার হয়ে উমেশ যাদব ৩টি, মর্কেল ২টি এবং রাসেল ১টি উইকেট লাভ করেন।

জবাবে ১০ বল বাকি থাকতেই গম্ভীর এবং উথাপ্পার ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় কলকাতা। গম্ভীর ৯০ রানে অপরাজিত থাকেন। এছাড়া উথাপ্পা করেন ৩৮ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাকিবের কাছে মুস্তাফিজের হার

আপডেট টাইম : ১২:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬

আইপিএলে প্রথম বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান মুখোমুখি হয়েছিলেন।

এই ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বল হাতে দুজনেই সফল ছিলেন। সাকিব উইকেট না পেলেও ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম হয়েছিলেন। ৩ ওভারে তিনি ১৮ রান দেন।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও দারুণ সফলতা দেখান সানরাইজার্সের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রানে নেন আন্দ্রে রাসেলের উইকেট।

এরপরও প্রথম ম্যাচের মতো সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আজও মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করতে পারেননি।

নিজের প্রথম ওভারে মুস্তাফিজ মাত্র ৩ রান দিলেও দ্বিতীয় স্পেলে তার হাতে বল তুলে দেয়া হয় ১২তম ওভারে। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ১২ ওভারেই বিনা উইকেটে কলকাতা তুলে নেয় ৯০ রান।

ওই ওভারেও বেশ আঁটোসাটো বল করেন মুস্তাফিজ। ১৩তম ওভারে উথাপ্পাকে ফেরান আশিষ রেড্ডি। উথাপ্পা আউট হলে আন্দ্রে রাসেলকে প্রমোশন দিয়ে আগেই মাঠে পাঠানো হয়।

তবে ১৪তম ওভারের চতুর্থ বলে রাসেলকে পরিষ্কার বোল্ড আউট করেন মুস্তাফিজ। মুস্তাফিজের দেয়া ইয়র্কার আটকাতে গিয়ে ভূপাতিত হন ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল।

শেষ পর্যন্ত মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ইংলিশ ব্যাটসম্যান মর্গান। কলকাতার হয়ে উমেশ যাদব ৩টি, মর্কেল ২টি এবং রাসেল ১টি উইকেট লাভ করেন।

জবাবে ১০ বল বাকি থাকতেই গম্ভীর এবং উথাপ্পার ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় কলকাতা। গম্ভীর ৯০ রানে অপরাজিত থাকেন। এছাড়া উথাপ্পা করেন ৩৮ রান।