হিন্দি সিনেমার প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ্। শুক্রবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দিলীপ কুমারকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন।
লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে ডা. জলিল পার্কার জানান, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন দিলীপ কুমার। বেশ কয়েকবার বমিও হয়েছে তার। এ ছাড়া তিনি নিউমোনিয়ায় ভুগছেন অনেকদিন থেকেই। সবদিক বিবেচনায় নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ডা. পার্কার আরো জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিলীপ কুমারের স্বাস্থ্যের উন্নতি না হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হবে।
তিনি জানান, ‘আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।’
সংবাদ শিরোনাম
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে দিলীপ কুমার
- Reporter Name
- আপডেট টাইম : ০১:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
- ৩৭৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ