হাওর বার্তা ডেস্কঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তা হবে নাই বা কেন? ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করছে নিজেদের। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে।
তবে হোয়াটসঅ্যাপের বড় সুবিধা হচ্ছে এর গ্রুপ চ্যাটের অপশন। অফিস, ক্লাস কিংবা বন্ধুদের আড্ডার জনপ্রিয় উপায় হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যও একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি।
সম্প্রতি ওয়েবিটাইনফোর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এটি একটি ব্যক্তিগত জায়গা যেখানে গ্রুপ অ্যাডমিনরা কয়েকটি গ্রুপের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। কয়েকটি গ্রুপকে একত্রিত করে একটি কমিউনিটিও তৈরি হবে।
এছাড়াও প্রতিবেদনে এই ফিচারের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে জানা যায়, হোয়াটসঅ্যাপের নতুন কমিউনিটি ফিচার প্রথমে চালু করা হতে পারে হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভি২.২২.৫.৪ ভার্সনে।
নতুন ফিচারটি নিয়ে এখনো বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। খুব শিগগির ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হতে পারে হোয়াটসঅ্যাপের এই নতুন কমিউনিটি ফিচার এমনটাই আশা করছে প্রযুক্তি গবেষকরা।
বর্তমানে পুরো বিশ্বেই প্রবল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের ফিচার।
সূত্র: লাইভমিন্ট