চীনে জাহাজডুবি: নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা শেষ

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুবেই এর ইয়াংজি নদীতে ৪৫৮ যাত্রী নিয়ে ডুবে যাওয়া জাহাজ থেকে আর কোনো জীবিত মানুষকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে।

ইস্টার্ন স্টার নামের জাহাজটি গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে মোট ৪৫৮ জন আরোহী ছিলেন।

জাহাজটি থেকে এ পর্যন্ত মোট ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আর মোট ১৮ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া জাহাজটির ভেতরকার এয়ার পকেটে আটকা পড়েছেন আরো কয়েকজন। বাকীরা সব নিখোঁজ রয়েছেন।

চীনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিখোঁজদের জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। তবে আর কাউকে জীবিত অবস্থায় পাওয়া যাবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। যদি তাই হয়, তাহলে এটাই হবে গত এক দশকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা। সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর