হাওর বার্তা ডেস্কঃ সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, ভৈরব, অষ্টগ্রাম ও কটিয়াদী এই পাঁচ উপজেলার ২৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন, হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন, ভৈরব উপজেলার ৬টি ইউনিয়ন, অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন এবং কটিয়াদী উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
উপজেলাভিত্তিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার , হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার , অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
শপথগ্রহণকারী ইউপি চেয়ারম্যানগণের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউপির মো. আব্দুর রাজ্জাক।
হোসেনপুর উপজেলার জিনারী ইউপির মো. আজাহারুল ইসলাম, সিদলা ইউপির মো. কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুর ইউপির মোহাম্মদ সাইদুর রহমান, আড়াইবাড়িয়া ইউপির মো. খুর্শিদ উদ্দিন, সাহেদল ইউপির মো. ফিরোজ উদ্দিন ও পুমদী ইউপির আব্দুল কাইয়ুম।
ভৈরব উপজেলার আগানগর ইউপির মো. হুমায়ুন কবীর, শিমুলকান্দি ইউপির মো. মিজানুর রহমান, কালিকাপ্রসাদ ইউপির লিটন মিয়া, শিবপুর ইউপির মো. শফিকুল ইসলাম, শ্রীনগর ইউপির মোহাম্মদ হারুন অর রশীদ ভূঁইয়া ও গজারিয়া ইউপির এ, এস শাহরিয়ার।
অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউপির মো. আক্তার হোসেন, কাস্তুল ইউপির সাইফুল হক রন্টি, অষ্টগ্রাম সদর ইউপির সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বাংগালপাড়া ইউপির মুহাম্মদ মনিরুজ্জামান, কলমা ইউপির রাধাকৃষ্ণ দাস, খয়েরপুর আব্দুল্লাপুর ইউপির মো. আনোয়ার হোসেন খান, পূর্ব অষ্টগ্রাম ইউপির মো. কাছেদ মিয়া ও আদমপুর ইউপির আব্দুল মন্নাফ।
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউপির জসিম উদ্দিন, সহশ্রাম ধূলদিয়া ইউপির মো. আবুল কাসেম আকন্দ, করগাঁও ইউপির মো. নাদিম মোল্লা, মুমুরদিয়া ইউপির মো. আলাউদ্দিন সাবেরী, আচমিতা ইউপির মতিউর রহমান, মসূয়া ইউপির মো. আবুবকর সিদ্দিক, লোহাজুরী ইউপির হায়দার মারুয়া ও জালালপুর ইউপির রফিকুল আলম।