ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইবাদত বন্দেকি ও ক্ষমা প্রার্থনায় পালিত শবে বরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • ৬৪৩ বার
রাতভর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসগার ও মহান আল্লাহর কাছে সারা বছরের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। মুসলমানদের জন্য মহিমান্বিত এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সবগুলো মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। এশার নামাজ দিয়ে শুরু করে ফজরের নামাযের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শবে বরাতের ইবাদত। নামায ছাড়াও মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতেও ছুটে গেছেন কবরস্থানে।

আল্লাহর অশেষ কৃপা লাভের আশায় অনেকে গরিব, এতিম, মিসকিনদের টাকা পয়সা দান করেছেন। শবে বরাতের রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি পালন করে রাত কাটান মুসলমানরা। মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন মুসল্লিরা। অনেকে শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন।

এদিকে দিবসটি উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবেবরাত উপলক্ষে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিশেষ নিবন্ধ। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইবাদত বন্দেকি ও ক্ষমা প্রার্থনায় পালিত শবে বরাত

আপডেট টাইম : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
রাতভর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসগার ও মহান আল্লাহর কাছে সারা বছরের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। মুসলমানদের জন্য মহিমান্বিত এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সবগুলো মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। এশার নামাজ দিয়ে শুরু করে ফজরের নামাযের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শবে বরাতের ইবাদত। নামায ছাড়াও মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতেও ছুটে গেছেন কবরস্থানে।

আল্লাহর অশেষ কৃপা লাভের আশায় অনেকে গরিব, এতিম, মিসকিনদের টাকা পয়সা দান করেছেন। শবে বরাতের রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি পালন করে রাত কাটান মুসলমানরা। মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন মুসল্লিরা। অনেকে শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন।

এদিকে দিবসটি উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবেবরাত উপলক্ষে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিশেষ নিবন্ধ। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।