হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ৩০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি অনলাইন শপে এ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকার ব্রহ্মপুত্র নদে শনিবার জেলে আছর আলীর জালে ওই মাছটি ধরা পড়ে। পরে বাগাড়টি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অরগানিক শপের মাধ্যমে বিক্রি করা হয়।
প্রান্তিকের সদস্য মারুফ জানান, বাগাড় একটি গভীর পানির মাছ। ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিশালাকার বাগাড় ধরা পড়ে। বাগাড় মাছটি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।