বিপিএলে প্রথম সেঞ্চুরি, সিলেটের বড় স্কোর

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ল্যান্ডন সিমন্স।

সিলেটের হয়ে খেলতে নেমে ৬১ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। চলতি বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

ইনিংস ওপেন করতে নেমে ১৮.৪ ওভারে আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সিমন্স। তার আগে ৬৫ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় করেন ১১৬ রান।

সিমন্সের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট। জয়ের জন্য ১৭৬ রান করতে হবে তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের নিয়ে গড়া ঢাকাকে।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাট করতে পাঠায় ঢাকা।

ঢাকা নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে খাদের কিনারায় উপনীত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জয়ের বিকল্প নেই।

অন্যদিকে নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে সিলেট। আগের দুই ম্যাচের একটিতে জয় পেয়েছেন তাসকিন-এনামুল হকরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর