হাওর বার্তা ডেস্কঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ স্লোগানকে উপজীব্য করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক মু আ লতিফ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক পৌর চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, জেলা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আইয়ুব বিন হায়দার, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী ও লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য এডভোকেট আবদুর রাশিদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান মুক্তু, এডভোকেট এবিএম লুৎফুর রাশিদ রানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, লাইব্রেরির প্রবীণ সদস্য হাজী মেহের উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক রেজাউল হাবিব রেজা, লাইব্রেরির প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো. ফজলুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক এনামুল হক কামরুল, সংরক্ষিত মহিলা সদস্য ফৌজিয়া জলিল ন্যন্সিী ও লুৎফুন্নেছা চিনু, কার্যনির্বাহী সদস্য সামিউল হক মোল্লা, নিজাম উদ্দিন শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
এতে শহরের বিশিষ্টজন, কবি-সাহিত্যিক ও গ্রন্থপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি মহকুমা পাবলিক লাইব্রেরি নামে এ লাইব্রেরির যাত্রা শুরু হয়। ১৯৮৪ সালে কিশোরগঞ্জ মহকুমা জেলায় উন্নীত হলে এর নামকরণ জেলা পাবলিক লাইব্রেরি করা হয়।