ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাঁটা থেকে ক্যালোরি বার্ন, সবকিছুর হিসাব রাখবে স্মার্টওয়াচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ১৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রযুক্তি বাজারে লঞ্চ হলো ভারতীয় সংস্থা Ptron এর Force X11 স্মার্টওয়াচ। হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন এবং ব্লাড প্রেসার মনিটরিং ও স্লিপ ট্রাকিং সহ অসংখ্য ফিচার। সংস্থার দাবি, এটি পানি এবং ধুলা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সাতদিনের ব্যাটারি লাইফ অফার করবে।

ব্লুটুথ কলিং ফিচারযুক্ত বাজেট রেঞ্জের এই স্মার্টওয়াচটি ১.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে বাজারে এসেছে। এর ডানদিকে মাইক্রোফোনের সঙ্গে রয়েছে নেভিগেশন বাটন। ঘড়িটির পরিমাপ ২৫৫X ৪৯X ১২ এমএম এবং ওজন মাত্র ৩৭ গ্রাম।

এ ছাড়াও একাধিক ওয়াচফেস উপলব্ধ, যা থেকে ব্যবহারকারীরা ডাফিট (DaFit) অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন। ব্যবহারকারীর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ অথবা তার থেকে উন্নততর ভার্সন কিংবা আইওএস ৯.৯ কিংবা তার থেকে উচ্চ ভার্সনের হলে এই স্মার্টওয়াচ সাপোর্ট করবে।

পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫। এর মাধ্যমে সহজেই কলিং, ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা সম্ভব। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি ৩ ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবারও চার্জে সাতদিন পর্যন্ত চলবে। পানি এবং ধুলা থেকে সুরক্ষা দিতে ঘড়িটি আইপি ৬৮ রেটিংসহ এসেছে।

ভারতে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা। কেবলমাত্র ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটি কিনতে পাওয়া যাবে। সংস্থার তরফে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি। অনিক্স ব্ল্যাক এবং পিঙ্ক সুইড কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাঁটা থেকে ক্যালোরি বার্ন, সবকিছুর হিসাব রাখবে স্মার্টওয়াচ

আপডেট টাইম : ০৬:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ প্রযুক্তি বাজারে লঞ্চ হলো ভারতীয় সংস্থা Ptron এর Force X11 স্মার্টওয়াচ। হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন এবং ব্লাড প্রেসার মনিটরিং ও স্লিপ ট্রাকিং সহ অসংখ্য ফিচার। সংস্থার দাবি, এটি পানি এবং ধুলা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সাতদিনের ব্যাটারি লাইফ অফার করবে।

ব্লুটুথ কলিং ফিচারযুক্ত বাজেট রেঞ্জের এই স্মার্টওয়াচটি ১.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে বাজারে এসেছে। এর ডানদিকে মাইক্রোফোনের সঙ্গে রয়েছে নেভিগেশন বাটন। ঘড়িটির পরিমাপ ২৫৫X ৪৯X ১২ এমএম এবং ওজন মাত্র ৩৭ গ্রাম।

এ ছাড়াও একাধিক ওয়াচফেস উপলব্ধ, যা থেকে ব্যবহারকারীরা ডাফিট (DaFit) অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন। ব্যবহারকারীর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৪.৪ অথবা তার থেকে উন্নততর ভার্সন কিংবা আইওএস ৯.৯ কিংবা তার থেকে উচ্চ ভার্সনের হলে এই স্মার্টওয়াচ সাপোর্ট করবে।

পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫। এর মাধ্যমে সহজেই কলিং, ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা সম্ভব। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি ৩ ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবারও চার্জে সাতদিন পর্যন্ত চলবে। পানি এবং ধুলা থেকে সুরক্ষা দিতে ঘড়িটি আইপি ৬৮ রেটিংসহ এসেছে।

ভারতে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা। কেবলমাত্র ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটি কিনতে পাওয়া যাবে। সংস্থার তরফে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি। অনিক্স ব্ল্যাক এবং পিঙ্ক সুইড কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি।