রোনালদোর জন্য ‘বিশেষ’ পুরষ্কার বানালো ফিফা!

হাওর বার্তা ডেস্কঃ সোমবার রাতে জুরিখে অনুষ্ঠিত হয়েছে ফিফার দি বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান৷ এবারের ফিফার দি বেস্ট অ্যাওয়ার্ডে যুক্ত করা হয়েছে বিশেষ অ্যাওয়ার্ড।
আর সে অ্যাওয়ার্ডটি তুলে দেয়া হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। তাকে বিশেষ পুরষ্কার দেয়া হয়েছে ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণে৷
গত বছর ইরানের আলী দাঈয়ের রেকর্ড ১০৯টি গোল টপকে যান রোনালদো। বর্তমানে তার গোল সংখ্যা ১১৫টি। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করেন রোনালদো।
পুরষ্কারটি পাওয়ার পর ফিফাকে ধন্যবাদ জানান রোনালদো। তিনি জানান আরো ৪-৫ বছর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন৷ ৩৭ বছর বয়স হলেও এখনো বেশ ফিট আছেন তিনি। তাছাড়া নতুন করে বাবা হওয়ার বিষয়টিও জানান তিনি।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর