ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে কবি কাজী কাদের নেওয়াজের জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ১৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ জানুয়ারি ২০২২, শনিবার। ০১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৫৯- লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়।
১৮৭৫- কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
১৮৭৮- লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
১৯৭২- বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।
২০০১- অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম
১৯০৫- বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।
১৯০৯- কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ। মুর্শিদাবাদ জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই কবি। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। ‘মরাল’ তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং ‘দাদুর বৈঠক’ তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা। ‘নীল কুমুদী’ তার আরেকটি কাব্যগ্রন্থ এবং ‘দুটি তীরে’ একটি উপন্যাস। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।
১৯১২- বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত।
১৯১৮- মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের।
১৯২৯- নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং।
১৯৩৮- ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড় চুনী গোস্বামী।

মৃত্যু
২০০৪- প্রখ্যাত সাংবাদিক মানিক সাহা।
২০০৯- দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক তপন সিংহ।
২০১২- ইতালীয় প্রখ্যাত সাংবাদিক কার্লো ফ্রুটোরো।
২০১৬- আমেরিকান কবি ও শিক্ষাবিদ ফ্রান্সিসকো এক্স এলার্কন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের এই দিনে কবি কাজী কাদের নেওয়াজের জন্ম

আপডেট টাইম : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ জানুয়ারি ২০২২, শনিবার। ০১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৫৯- লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়।
১৮৭৫- কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
১৮৭৮- লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
১৯৭২- বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।
২০০১- অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম
১৯০৫- বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।
১৯০৯- কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ। মুর্শিদাবাদ জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই কবি। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। ‘মরাল’ তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং ‘দাদুর বৈঠক’ তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা। ‘নীল কুমুদী’ তার আরেকটি কাব্যগ্রন্থ এবং ‘দুটি তীরে’ একটি উপন্যাস। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।
১৯১২- বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত।
১৯১৮- মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের।
১৯২৯- নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং।
১৯৩৮- ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড় চুনী গোস্বামী।

মৃত্যু
২০০৪- প্রখ্যাত সাংবাদিক মানিক সাহা।
২০০৯- দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক তপন সিংহ।
২০১২- ইতালীয় প্রখ্যাত সাংবাদিক কার্লো ফ্রুটোরো।
২০১৬- আমেরিকান কবি ও শিক্ষাবিদ ফ্রান্সিসকো এক্স এলার্কন।