হাওর বার্তা ডেস্কঃ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ। এমন পরিস্থিতিতে নিয়মিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনে অভিনব রাস্তা খুঁজে বের করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
রমিজ রাজার যুক্তি— এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টগুলোতে একে অপরের মুখোমুখি হয় দুই দেশ। সুতরাং প্রতি বছর বহুদলীয় টুর্নামেন্টের আয়োজন করা হোক।
টুইটারে এ যুক্তির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেন পিসিবি চেয়ারম্যান। তার কথার সারমর্ম— প্রতি বছরই কোনো না কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তার ফাঁকেই যদি একটি চার-দলীয় ক্রিকেট সিরিজ আয়োজন করা যায় ভারত-পাকিস্তানকে নিয়ে, তবে নিয়মিতভাবেই দুই দেশকে ক্রিকেটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। এ ক্ষেত্রে রমিজ রাজা ভারত-পাকিস্তান ছাড়াও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে প্রতি বছর একটি চার-দলীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে চলেছেন আইসিসির বৈঠকে।
উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজে মুখোমুখি হয়নি। তবে এসিসি ও আইসিসি ইভেন্টগুলোতে তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই চালায়। সর্বশেষ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখা যায় গত বছর টি-২০ বিশ্বকাপে। এই বিশ্বকাপে প্রথমবার ভারতকে পরাজিত করে পাকিস্তান।