ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সম্রাট শাহ জাহান ও সুকুমার বড়ুয়ার জন্ম আজকের এই দিনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৫ জানুয়ারি ২০২২, বুধবার। ২১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
৬০৩- ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
১৮৫৪- সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।
১৮৬৭- জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জোড়াসাঁকো থিয়েটারের উদ্বোধন করা হয়।
১৯২২- কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
২০১৪- বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম
১৫৯২- মুঘল সম্রাট শাহ জাহান। শাহ জাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ “পৃথিবীর রাজা”। ১৬২৮ খ্রিষ্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন তিনি। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। সম্রাট শাহ জাহান অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তার রয়েছে অসংখ্য অমর কীর্তি। যা আজও নিদর্শন হয়ে আছে।
১৮৮০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৯৩৭- বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী আবদুল মোনেম।

১৯৩৮- বাংলাদেশি ছড়াকার সুকুমার বড়ুয়া। চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে তার জন্ম। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে। ১৯৭৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে একুশে পদকসহ নানান সম্মাননায় ভূষিত হন।
১৯৪০- লেখক ও অনুবাদক ফখরুজ্জামান চৌধুরী।
১৯৪৬- মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ডায়ান কিটন।
১৯৫৫- পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
১৮৯০- প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
১৯৫২- পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার ইফতিখার আলি খান পতৌদি।
১৯৮১- বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।
১৯৯০- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আর্থার কেনেডি।
১৯৯৪- কথাসাহিত্যক ও সংগীত শিল্পী সুচরিত চৌধুরী।
১৯৯৫- প্রথম বাঙালি মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী।
২০১৩- ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সম্রাট শাহ জাহান ও সুকুমার বড়ুয়ার জন্ম আজকের এই দিনে

আপডেট টাইম : ১১:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৫ জানুয়ারি ২০২২, বুধবার। ২১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
৬০৩- ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
১৮৫৪- সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।
১৮৬৭- জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জোড়াসাঁকো থিয়েটারের উদ্বোধন করা হয়।
১৯২২- কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
২০১৪- বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম
১৫৯২- মুঘল সম্রাট শাহ জাহান। শাহ জাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ “পৃথিবীর রাজা”। ১৬২৮ খ্রিষ্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন তিনি। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। সম্রাট শাহ জাহান অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তার রয়েছে অসংখ্য অমর কীর্তি। যা আজও নিদর্শন হয়ে আছে।
১৮৮০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
১৯৩৭- বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী আবদুল মোনেম।

১৯৩৮- বাংলাদেশি ছড়াকার সুকুমার বড়ুয়া। চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে তার জন্ম। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে। ১৯৭৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে একুশে পদকসহ নানান সম্মাননায় ভূষিত হন।
১৯৪০- লেখক ও অনুবাদক ফখরুজ্জামান চৌধুরী।
১৯৪৬- মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ডায়ান কিটন।
১৯৫৫- পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
১৮৯০- প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
১৯৫২- পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার ইফতিখার আলি খান পতৌদি।
১৯৮১- বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।
১৯৯০- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আর্থার কেনেডি।
১৯৯৪- কথাসাহিত্যক ও সংগীত শিল্পী সুচরিত চৌধুরী।
১৯৯৫- প্রথম বাঙালি মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী।
২০১৩- ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়।